Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievement

সাস্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনঃ

কেন্দ্র হতে জাতীয় চাহিদার নিরীখে বিগত তিন বছরে উন্মুক্ত জলাশয়ের মৎস্যসম্পদ উন্নয়ন বিষয়ে গবেষণা পরিচালনার মাধ্যমে ব্যবস্থাপনা কৌশলের অংশ হিসেবে MSY (সর্বোচ্চ সহনশীল উৎপাদন) নিরুপন করা হয়েছে। বলেশ্বর ও বলেশ্বর নদীর মোহনা অঞ্চলে ইলিশ মাছের নতুন প্রজননক্ষেত্র চিহ্নিতকরণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে উন্মুক্ত জলাশয়ে মাছের জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থানের উপর প্রভাব নিরুপন করা হয়েছে। ইলিশের প্রজননক্ষেত্র ও বিচরণক্ষেত্র গুলোর শনাক্তকরণ ও পুনঃনির্ধারণের কাজ সম্পন্ন করা হয়েছে। ইনস্টিটিউটের পরামর্শ অনুযায়ী ইলিশ মাছের সংরক্ষণের জন্য সরকার কর্তৃক গৃহিত কার্যক্রমসমূহ বাস্তবায়নের ফলে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। হালদা নদীর কার্পজাতীয় মাছের প্রজননের উপর প্রবহমান পানির ডিসচার্জের প্রভাব বিষয়ক গবেষণা কাজ সম্পন্ন করা হয়েছে। কেন্দ্র কর্তৃক উন্নয়ন প্রকল্পের অর্থায়নে একটি আধুনিক ও উন্নত মানের গবেষণা জাহাজ সংগ্রহের ফলে দেশের নদীসমূহের ও মোহনা সমূহে মৎস্য সম্পদ গবেষণা কার্যক্রম জোরদার হয়েছে।