Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

 

ইনস্টিটিউটের কর্মদায়িত্ব

  • মৎস্য উন্নয়ন বিষয়ক সকল প্রকার গবেষণা পরিচালনা ও জাতীয় পর্যায়ে মৎস্য বিষয়ক সকল প্রতিষ্ঠানের গবেষণার সমন্বয় সাধন।
  • মৎস্য উৎপাদন, ব্যবস্থাপনা, প্রক্রিয়াকরণ ও বিপনন ব্যবস্থার অধিকতর কার্যক্ষম ও স্বল্পব্যয়ী পদ্ধতি উদ্ভাবন ।
  • মৎস্য ক্ষেত্রে উন্নয়ন নীতিমালা প্রণয়নে সরকারী, বেসরকারী ও ব্যক্তি পর্যায়ে সহায়তা প্রদান।

 

 

গবেষণা পরিচালনা ও প্রযুক্তি উদ্ভাবন পদ্ধতি

  • মাঠ পর্যায়ের চাহিদার নিরীখে বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রে কারিগরি কমিটি কর্তৃক অনুমোদিত গবেষণা কর্মসূচী বাস্তবায়ন করা।
  • গবেষণা পরিচালনায় প্রযোজ্য ক্ষেত্রে কমপক্ষে ৩০ ভাগ গবেষণা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা।
  • মাঠ পর্যায়ের গবেষণায় সংযোগ চাষী নির্বাচনে মৎস্য অধিদপ্তর, এনজিওসহ উদ্যোগী চাষীদের সম্পৃক্ত করা।
  • গবেষণা কেন্দ্র ও মাঠ পর্যায়ে পরিচালিত গবেষণা কারিগরি, পরিবেশগত ও অর্থনৈতিকভাবে কার্যকর প্রমাণিত হলে তা হস্থান্তরযোগ্য প্রযুক্তি হিসেবে চিহ্নিত করা ।
  • গবেষণা ফলাফলসহ প্রযুক্তি মাঠ পর্যায়ের মূল্যায়ন ও বিভিন্ন কর্মশালায় উপস্থাপন করা ।

 

 

প্রযুক্তি পরীক্ষণ ও প্রচার পদ্ধতি

  • মাঠ পর্যায়ে চাষীর পুকুর/খামার/হ্যাচারী/সরকারী ও বেসরকারী উম্মুক্ত জলাশয়ে পরীক্ষামূলক প্রদর্শণী কার্যক্রম পরিচালনা করা।
  • প্রযুক্তি উপযোগীকরণ, প্রমিতকরণ, উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ে সংযোগ চাষী, সরকারী/বেসরকারী সম্প্রসারণ কর্মী, যুবক ও যুব মহিলা, উদ্যোক্তা, শিক্ষক, সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান।
  • প্রযুক্তিভিত্তিক সম্প্রসারণ পুস্তিকা, লিফলেট, বুকলেট, প্রশিক্ষণ ম্যানুয়েল প্রকাশ ও বিতরণ।
  • কর্মশালা, আলোচনা সভা, প্রযুক্তি মেলা, মাঠ পরিদর্শন, চাষী সমাবেশ ইত্যাদি আয়োজন।

 

 

কারিগরি সেবা কার্যক্রম

 

 

সেবার ধরণ

সময়কাল

  • উন্নত জাতের মাছ/চিংড়ির রেণু ও পোনা উৎপাদন এবং বিতরন।
  • মাছ/চিংড়ির প্রজনন ঋতুু অনুসারে চাহিদার আলোকে রেণু ৫-১০ দিন ও পোনা ৩০-৪৫ দিন।

 

  • মৎস্য/চিংড়ি রোগ নির্ণয় ও প্রতিকার বিষয়ে ক্ষতিগ্রস্থ চাষীদের নমূনা পরীক্ষা ও পরামর্শ সেবা প্রদান।
  • গবেষণাগারে মাছ/পানির নমূনা প্রাপ্তির ক্ষেত্রে ১-৭ দিন।
  • মাঠ পর্যায়ে পরিদর্শণের ক্ষেত্রে পরিদর্শন পরবর্তী ৭ দিন।

 

  • মৎস্যখাদ্য ও খাদ্য উপকরণের পুষ্টিমান বিশ্লেষণ।
  • মাছ চাষে মৎস্যখাদ্য ও অন্যান্য খাদ্য উপকরণের প্রভাব নির্ণয়।
  • গবেষণাগারে নমূনা প্রাপ্তি সাপেক্ষে ১০-১৫ দিন।
  • নমূনা প্রাপ্তি সাপেক্ষে ৩-৫ মাস।
  • মাছের ওপর কৃষিকাজে ব্যবহূত বিভিন্ন কীটনাশক/বালাইনাশকের বিষক্রিয়া নিরূপন।

 

  • কীটনাশক/বালাইনাশকের নমূনা প্রাপ্তি সাপেক্ষে গবেষণাগারে বিষক্রিয়া নিরূপনের ক্ষেত্রে ৫-১০ দিন ও পুকুরে বিষক্রিয়া নিরূপনের ক্ষেত্রে ১-৩ মাস

 

  • মৎস্য/চিংড়ি হ্যাচারী, খামার ডিজাইন ও ব্যবস্থাপনায় কারিগরি সহায়তা প্রদান।

 

  • সুনির্দিষ্ট প্রস্তাবের আলোকে মাঠ পর্যায়ে পরিদর্শনের ক্ষেত্রে ১৫-২১ দিন।
  • মৎস্য চাষ বিষয়ে উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান।
  • নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচী বা চাহিদার আলোকে নূন্যতম ২৫ জনের জন্য ২-৪ দিনের প্রশিক্ষণ আয়োজন।
  • উদ্ভূত সমস্যা নিরসনে সরকারী/বেসরকারী জলাশয়, মৎস্য/চিংড়ি খামার পরিদর্শন ও চাষী পরামর্শ সেবা প্রদান।

 

  • নমূনা প্রাপ্তির ক্ষেত্রে ১-৩ দিন।
  • মাঠ পর্যায়ে পরিদর্শণের ক্ষেত্রে পরিদর্শন পরবর্তী ২-৪ দিন।
  • আপদকালীন (বন্যা, খরা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ) সময়ে মাছ/চিংড়ি চাষ/সংরক্ষণে পরামর্শ অথবা জলাশয়ে দূষণ/মড়ক বিষয়ে করণীয়।
  • বন্যা পূর্ববর্তী বা পরবর্তী সময়ে মাছ চাষ বিষয়ে করণীয় বিষয়ে সার্বক্ষণিক পরামর্শ প্রদান।
  • জলাশয়ে দূষণ/মড়ক বিষয়ে তৎক্ষণিক মাঠ পরিদর্শন ও করণীয় বিষয়ে পরামর্শ দান।

 

ইনস্টিটিউটের দায়বদ্ধতা ও অংগিকার

 

  • নিরবচ্ছিন্ন গবেষণার মাধ্যমে গুরুত্বপূর্ণ নানা প্রজাতির মাছ, চিংড়ি ও অন্যান্য জলজ জীবের প্রজনন, চাষ, ব্যবস্থাপনা পদ্ধতি, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলজ পরিবেশ উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, বিপনন ব্যবস্থার উন্নয়নে টেকসই ও পরিবেশ উপযোগী মৎস্যচাষ ও ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন।
  • পুকুরে মাছচাষ, হাওর, বাঁওড়, খাল-বিল ও সামুদ্রিক মৎস্যসম্পদের উন্নয়নে জাতীয় পর্যায়ে প্রয়োজনীয় গবেষণা পরিচালনা করা এবং গবেষণার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় সাধন করা।
  • মৎস্যসম্পদের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে মৎস্যসম্পদ উন্নয়ন, ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিষয়ে নীতি প্রণয়ন সম্পর্কিত গবেষণা করা।
  • মৎস্য প্রক্রিয়াজাতকরণ, গুণগত মান নির্ণয়, মৎস্য জাত পণ্য  উৎপাদন ও মৎস্য বিপনন ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় গবেষণা পরিচালনা করা।
  • মাঠ পর্যায়ে উদ্ভূত সমস্যা নিরসনে সম্প্রসারণ প্রতিষ্ঠানের সহায়তায় প্রযোজ্য ক্ষেত্রে ৩০% গবেষণা চাষীর পুকুরে পরিচালনা করা।
  • উদ্ভাবিত প্রযুক্তির ওপর মৎস্য অধিদপ্তরসহ অন্যান্য সরকারী প্রতিষ্ঠানের সম্প্রসারণ কর্মী/বেসরকারী সংস্থার সম্প্রসারণ কর্মী/সংযোগ চাষী/উদ্যোক্তা পর্যায়ে প্রযুক্তিভিত্তিক কারিগরী প্রশিক্ষণ প্রদান করা।
  • টেকনিশিয়ান ও গবেষক পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী করা।
  • f

যোগাযোগ

 

সদর দপ্তর, ময়মনসিংহ ২২০১, ফোন- ০৯১-৬৫৮৭৪

ময়মনসিংহে স্বাদুপানি কেন্দ্র,

ফোন- ০৯১-৫৪২২১

চাঁদপুরে নদী কেন্দ্র,

ফোন- ০৮৪১-৬৩৪০৭

খুলনার পাইকগাছায় লোনাপানি কেন্দ্র,

ফোন- ০৪০২৭-৩৩০

কক্সবাজারে সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র,

ফোন- ০৩৪১-৬৩৮৫৫

বাগেরহাটে চিংড়ি গবেষণা কেন্দ্র

ফোন- ০৪৬৮-৬২২৯১

রাঙ্গামাটিতে কাপ্তাই লেক উপকেন্দ্র,

ফোন- ০৩৬১-৬২১৫৯

সান্তাহারে প্লাবনভূমি উপকেন্দ্র,

ফোন- ০৭৪১-৫৫৩১২

খেপুপাড়ায় নদী উপকেন্দ্র,

ফোন- ০৭৪১-৫৫৩১২

যশোরে স্বাদুপানি উপকেন্দ্র,

০৪২১-৭২৫২৮

সৈয়দপুরে, স্বাদুপানি উপকেন্দ্র

ফোন- ০৫৫২৬-৭২৯৪৪